নদীয়ায় ছাত্র-ছাত্রীদের নিয়ে জীববৈচিত্র্য পুনরুদ্ধারের কর্মশালা

Social

মলয় দে নদীয়া:-পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের প্রযোজনায় নদীয়া সেজুতি প্রকৃতি বৃদ্ধাশ্রম এর পরিচালনায় শান্তিপুর মিউনিসিপাল স্কুলের সহযোগিতায় জীববৈচিত্র্য পুনরুদ্ধারের কর্মশালার আয়োজন করা হলো শনিবার। এদিন সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত একাধিক কর্মশালার আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিতভাবে। ছাত্র-ছাত্রীদের দেশের ভবিষ্যৎ তারাই ভবিষ্যতে সমাজকে নিয়ে যাবে সাফল্যের উচ্চতার শিখরে এবং তারাই পারে জীববৈচিত্র্য কে সঠিকভাবে ব্যবহার করতে এবং তার পুনরুদ্ধার করতে।

ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই এদিনের এই জীববৈচিত্র্য পুনরুদ্ধারের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা গন।

এদিন শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় সকাল ১১ টা থেকে শুরু হয় কর্মসূচি। এই কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং শান্তিপুর পৌরসভার সহ-সভাপতি কৌশিক প্রামানিক । শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কিংশুক চক্রবর্তী। এছাড়াও পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের আধিকারিক বৃন্দ।

এদিনের কর্মসূচিতে ছিল জীববৈচিত্রের সাধারণ জ্ঞান এবং তার সংরক্ষণ এবং জনজীব বৈচিত্রপঞ্জি তৈরীর পদ্ধতি। এছাড়াও বাগানে গৌণ ফল গাছের চারা রোপন ও পরিচর্যা। এরপর জৈব চাষের সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। বিভিন্ন পোকামাকড় চেনা এবং তাদের পরাগ মিলনে সহায়তা করা। এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজন করা হয়েছিল একটি কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীর।

নদীয়া সেঁজুতি প্রকৃতি বিদ্যাশ্রম এর সম্পাদক সুব্রত বিশ্বাস জানান, “আজকে আমাদের প্রশিক্ষক হিসেবে নদীয়া জেলা জীববৈচিত্র্য পর্ষদের যে আধিকারিক শ্রীমতির শাশ্বতী রায় উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কৃষিবিদ শৈলেন চন্ডী রয়েছেন। আমাদের এলাকার যে জীববৈচিত্র তার বিষয়ে আরো সচেতনতা বাড়ানোর জন্যই আজকের এই কর্মশালাটি আয়োজন করা হয়েছে। আশা করা যাচ্ছে এই কর্মশালার মাধ্যমে ভবিষ্যতে জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যাপারে অবগত থাকবেন ছাত্র-ছাত্রীরা”।

Leave a Reply