পুনর্ভবা নদীর জলে ভেসে যাওয়া ঘর-বাড়ি পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দিল ব্লক প্রশাসন

Social

দেবু সিংহ,মালদা:—-পুনর্ভবা নদীর জলে ভেসে যাওয়া ঘর-বাড়ি পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ব্লক প্রশাসন।

রবিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জেলাশাসক নিতীন সিংহানিয়া।সেই পরিস্থিতি দেখে তরিঘরি মালদহের বামনগোলার বানভাসি এলাকায় খবার মেডিসিন ত্রিপল দেওয়া ব্যাবস্থা শুরু হয়।এদিন বামনগোলা ব্লকে চাঁদপুর অঞ্চলের রাঙামাটি ও সনক্ষেত গ্রামে ত্রাণ নিয়ে পৌঁছলেন ব্লক প্রশাসনের কর্তারা।
এ দিনই ত্রিপল, শুকনো খাবার, পরিস্রুত পানীয় জল নিয়ে পুনর্ভবার জলে প্লাবিত গ্রামগুলিতে যান বামনগোলা ব্লকের আধিকারিক অরিন্দম ঘোষ, সহ পঞ্চায়েত সমিতির নারী, শিশু ও ত্রাণ দফতরের কর্মাধ্যক্ষ রাজিতা কিস্কু ও চাঁদপুর অঞ্চলের প্রধান পাপিয়া ঢালী সরকার সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।

বামনগোলা ব্লক আধিকারিক এপিও অরিন্দম ঘোষ বলেন “রাঙামাটি ও সনক্ষেত এলাকায় পরিবারকে শুকনো খাবার, পরিস্রুত পানীয় জল, ত্রিপল দেওয়া হয়েছে। তাঁদের কাছে নিয়মিত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হছে যাতে তাদের কোন সমস্যা না হয়। এ ছাড়া স্বাস্থ্য দফতরের আধিকারিকেরাও রয়েছেন। তাঁরা স্বাস্থ্য পরিষেবাও দিয়েছেন।”

Leave a Reply