মলয় দে নদীয়া :- গতকাল মোহনবাগানের জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বাংলার সকল মোহনবাগান সমর্থকরা। রাতেই সবুজ মেরুন আবির খেলা, কোথাও পিকনিক। তবে তাতেও উচ্ছ্বাস পরিপূর্ণ না হওয়ায় আজ সকালে, আবারো সকলে জড়ো হন একত্রে। বৃষ্টিতে কি উচ্ছ্বাসে ব্যাঘাত! প্রশ্নের উত্তরের মোহনবাগানীরা জানান এ বৃষ্টি ইস্ট বেঙ্গলীয়ানদের চোখের জল! কেউ বললেন, এটা পুষ্প বৃষ্টি। শান্তিপুর মেরিনার্সের পক্ষ থেকে, জানানো হয় সকল মোহনবাগান সমর্থকদের নিয়ে খুব শীঘ্রই তাদের রেলি অনুষ্ঠিত হতে চলেছে শান্তিপুরে।
শান্তিপুরে দায়িত্বে থাকা মেরিনার্সের পক্ষ থেকে বলা হয়, অবশেষে স্বপ্নপূরন….
2020 সালে মোহনবাগান ATK সংযুক্তির পর ফাইনালে পরাজয় , গত বছর সেমিফাইনালে বিদায় এবং চলতি বছরে বেঙ্গালুরু এফ.সি কে ট্র্যাইব্রেকারে হারিয়ে ISL চ্যাম্পিয়ন হলো মোহনবাগান ….সমর্থকরা উল্লসিত আগামী বছর থেকে ISL এ মোহনবাগান খেলবে নতুন নামে মোহনবাগান সুপার জায়ন্টেস নামে… এটা তাদের কাছে বাড়তি পাওনা ।