বিষধর সাদা বিরলতম লিউসিস্টিক কমনক্রেট সাপ উদ্ধার

Social

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-বর্ষায় গ্ৰাম বাংলার লোকালয়ে দেখা মিলছে বিষধর সাপেদের।

গ্ৰামীণ হাওড়া জেলার এবার উদ্ধার হল বিরলতম লিউসিস্টিক কমন ক্রেট (LEUCISTIC COMMON KRAIT) বা সাদা কালাচ সাপ।সাপটি তীব্র বিষধর সাদা কালাচ।গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা তথা বাগনান বিধান সভার রবিভাগ গ্ৰাম পঞ্চায়েতের ডিহিপাড়ায় এই সাদা কালাচ সাপটি দেখতে পাওয়া গেছে।

মানস দলুই নামের এক ব্যক্তি সন্ধ্যাবেলায় তার বাড়ির উঠানে একটি সাদা রঙের সাপ দেখতে পায়। তিনি পাশের বাড়ির যুবক রামিজ রাজাকে বিষয়টা জানান। রামিজ রাজা বি এড পড়ছে। তিনি মানস বাবুর সঙ্গে তার বাড়িতে এসে সাপটিকে দেখে মনে করেন এটি হয়তো আলবিনো ধরনের কোনো সাপ। স্থানীয় লোকজন সাপটিকে লাঠি দিয়ে মারতে উদ্যত হলে রামিজ তাদের বাধা দেয়। রামিজ একটি লাঠি দিয়ে সাপটিকে কোনো রকমে চেপে ধরে বস্তাবন্দি করে। তারপর তিনি ফোন করে খবর দেয় পরিবেশ কর্মী তথা খালোড় গ্ৰাম পঞ্চায়েত সদস্য ঝিন্দন প্রধানকে।ঝিন্দন ফোন করে পরিবেশ কর্মী ও বন্যপ্রাণী উদ্ধারকারী চিত্রক প্রামাণিককে।ঝিন্দনের ফোন পেয়ে সংবাদের গুরুত্ব বুঝে চিত্রক প্রামাণিক সুমন্ত দাসকে ফোন করে। এরপর চিত্রক ও সুমন্ত ঘটনাস্থলে পৌঁছান ও সাপটিকে উদ্ধার করে। এটি একটি দেড় ফুটের তীব্র বিষধর লিউসিস্টিক কমনক্রেট বা সাদা কালাচ।চিত্রক প্রামাণিক জানান,’ লিউসিজম একটি জেনেটিক মিউটেশন। লিউসিস্টিক প্রাণী সচারাচর দেখা যায় না।প্রাণী জগতে লিউসিজম পিগমেন্টশনের কারণে দেহের ত্বক,পালকের রং সাদা বা ফ্যাকাসে হয়ে যায়। একমাত্র চোখের রং কালো থাকে। চোখের রঙের কোনো পরিবর্তন হয় না ‘।

চিত্রক আরও বলেন,’ এর আগে পশ্চিমবঙ্গ ও সমগ্ৰ দেশে কয়েকবার এই বিরলতম সাপ লিউসিস্টিক কমনক্রেট উদ্ধার হয়েছে।

হাওড়া জেলায় এই প্রথম জীবন্ত তীব্র বিষধর সাদা কালাচ সাপ উদ্ধার হল। তীব্র বিষধর সাদা কালাচ সাপটিকে পর্যবেক্ষণে রাখার পর পরবর্তীতে চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস,ইমন ধাড়া ও রঘুনাথ মান্না গভীর জঙ্গলে এই সাপটির স্বাভাবিক আবাসস্থলে মুক্ত করে দেয়। এর পাশাপাশি এলাকার লোকজনকে সাপ নিয়ে সচেতন করে তারা।

Leave a Reply