আদি কবি কৃত্তিবাসের মূল পান্ডুলিপি বিদেশ থেকে আদৌ কি ফিরবে ? তারই প্রতীক্ষায় নদীয়াবাসী

Social

মলয় দে নদীয়া :-রাত পোহালেই নদীয়ায় আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তা নিয়েই, দলীয় কর্মী সমর্থক নেতা নেত্রী থেকে শুরু করে ঘুম উড়েছে পুলিশ প্রশাসনের।

প্রসঙ্গে রানাঘাটের বিধায়ক তথা নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি পার্থসারথি চ্যাটার্জি জানিয়েছেন, তার মূল সভা চাকদহে। তবে আদি কবি কৃত্তিবাসের পূণ্যভূমি তিনি ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন অনেকদিন আগেই। রাজ্য সরকারের তত্ত্বাবধানে, বাংলার রামায়ণ ছাড়াও কবির লেখনী কি অবস্থায় আছে, কবিকে নিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন লেখক লেখিকাদের বিভিন্ন বই এবং তার সংগ্রহশালা ঘুরে দেখবেন তিনি।

তবে ভারতবাসীদের দীর্ঘদিনের দাবি ইংরেজদের নিয়ে যাওয়া সেই মূল পান্ডুলিপি উদ্ধারের। সম্প্রতি ছত্রপতি শিবাজীর বাঘ নখ , কোহিনুর হীরা ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে কেন্দ্রীয় সরকার যে ভূমিকা নিয়েছে তাতে এই মূল পান্ডুলিপি ফিরে আসবে কিনা সে বিষয়ে বিরোধী নেতা কি বলেন তারই প্রতীক্ষায় নদীয়াবাসী। তবে কৃত্তিবাস বিদ্যালয় সংলগ্ন মাঠে সকাল থেকেই প্রচুর পরিমাণে কর্মী সমর্থকরা উপস্থিত হবে এমনটাই আশা করছেন বিজেপি নেতৃত্ব। যদিও এখানে রাজনৈতিক কোনো সভা নয়, তবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ করে ধর্মপ্রাণ নদিয়াবাসীর উদ্দেশ্যে তিনি কি বলেন এখন তারই প্রতীক্ষায় সকলে।

Leave a Reply