মলয় দে নদীয়া :-গত সোমবার সকালে মন্দারমনির চাঁদপুরে অর্ধনগ্ন যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। সেই যুবতীর বাড়ি নদিয়ার তাহেরপুরে। জানা গেছে ঐ যুবতীর নাম লাবনী দাস,বয়স ২৩ বছর। বাড়ি তাহেরপুর H ব্লকে। জানা গেছে গত শুক্রবার সে বাড়ি থেকে বের হয় ব্যারাকপুর দিদির বাড়ির উদ্দেশ্যে। আরও জানা গেছে সে প্রতি সপ্তাহে শনিবার বা রবিবার করে একদিন সোদপুরে বিউটিশিয়ানের কোর্স শিখতে যেতো। শনিবার দিদির বাড়ি থেকে সে সোদপুরের উদ্দেশ্যে বের হয় এবং পরিবারে ফোন করে জানায় ফিরতে রাত হবে। রবিবার সন্ধ্যে ৬ টা তেও মায়ের সাথে কথা বলে লাবনী। এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর ফোনের সুইচ অফ থাকে।
সোমবার সকালে মন্দারমনি কোস্টাল থানা এলাকার চাঁদপুরে সমুদের পাশে বোল্ডারের উপর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে সেই সময় নাম পরিচয় জানতে পারেনি পুলিশ৷ এদিকে লাবনীর পরিবার তাহেরপুর থানায় মিসিং ডায়েরি করে। এরপর পুলিশের নেটওয়ার্ক মারফৎ জানা যায় মৃত ঐ যুবতীই তাহেরপুরের লাবনী। এলাকার সকলেই চাইছে দোষী চিহ্নিত হোক ও সাজা হোক।