শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে বৃক্ষদেরও চন্দনের ফোঁটা

Social

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের আমতা ১নংব্লকের সিরাজবাটি চক্রের আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের কচি- কাঁচা ছাত্র ছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের চন্দনের ফোঁটায় বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষক হিসাবে বরণ করল বিদ্যালয়ের বাগানের গাছেদেরও। ছাত্র -ছাত্রীদের কথায় গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি কার্বনডাইঅক্সাইড গ্রহণ করার মাধ্যমে মহান পরিবেশ রক্ষার পাঠ দেয়। গাছ তার উপর সব অত্যাচার সহ্য করার মধ্য দিয়ে সহনশীলতার পাঠ দেয়, যেটার এখন বড়ো অভাব। গাছ ফল, মূল, পাতা, তক্তা সব কিছু দান করার মাধ্যমে আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সেজন্যই গাছ আমাদের মহান শিক্ষক।

শিক্ষক দিবসে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাধাকৃষ্ণণকে এবং শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে বৃক্ষগুরুকেও শ্রদ্ধা জানিয়ে খুব খুশি। বিদ্যালয়ের চাইল্ড ক্যাবিনেটের প্রাইম মিনিস্টার সুব্রত পুরকায়েৎ জানাল – গাছও আমাদের শিক্ষক। আজকের দিনে গাছেদেরও তাই প্রণাম জানাচ্ছি।

Leave a Reply