মহাসমারোহে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের ৫২৫০ তম জন্মাষ্টমীর অনুষ্ঠান

Social

মলয় দে নদীয়া:-মহাসমারহে নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম জন্মাষ্টমীর অনুষ্ঠান। বিভিন্ন ধর্মীয় আচার ও অনুষ্ঠানের মাধ্যমে ইসকনের প্রধান কার্যালয় শ্রীধাম মায়াপুরে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কার্যত নতুন রূপে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গন। তিন দিনব্যাপী চলতে থাকা এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় ভগবান শ্রীকৃষ্ণের অধিবাসের মধ্যে দিয়ে। উপস্থিত রয়েছেন দেশ-বিদেশ থেকে আসা অসংখ্য ভক্তরা।

এরপর বৃহস্পতিবার মধ্যরাত্রে শাস্ত্রীয় বৈদিক রীতিকে অনুসরণ করে নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের আবির্ভাব অনুষ্ঠান, বলে এই দিন জানান ইসকন মায়াপুর মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। এছাড়াও দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে মহা প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে মন্দিরের পক্ষ থেকে বলেও জানান তিনি। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোকসজ্জা সহ নিরাপত্তার বেষ্টনীতে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র ইসকন মন্দির প্রাঙ্গণ।

দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তের আগমন ঘটেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে। ভোরবেলা থেকেই উৎসবের মেজাজে সেজে উঠেছে মন্দির নগরী মায়াপুর ইসকন। এই উৎসব চলবে সারাদিন। এরপর রাত্রিবেলা শুরু হয় শ্রীকৃষ্ণের অভিষেক। মহাসমারহে অসংখ্য ভক্তদের সঙ্গে নিয়ে পালন করা হচ্ছে জন্মাষ্টমী উৎসব।

ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, “তিন দিন ব্যাপি চলবে এই অনুষ্ঠান, ইতিমধ্যে দুর দুরান্ত থেকে ভক্ত সমাগম আসতে শুরু করেছে, এই উৎসবের অন্যতম মূল আকর্ষণ শ্রী কৃষ্ণের মহা অভিষেক, এছাড়াও চলবে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান, শুধু ইসকন মায়াপুরেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসকনের সকল শাখা কেন্দ্রে যথাযথ মর্যাদায় পালন হচ্ছে।”

Leave a Reply