সরস্বতী পুজোর দিনেও ঝাঁটা হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যাস্ত জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা

Social

নিউজ সোশ্যাল বার্তা: সরস্বতী পূজা মানেই আবেগ-উচ্ছ্বাস , অনাবিল আনন্দ । গ্রাম থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলপনা, মাইকের বাজনা বাঙ্গালীদের মন ভরিয়ে তোলে । ছোট ছোট ছেলে মেয়েদের পরনে পাঞ্জাবি শাড়ি ।

কিন্তু এর বাইরেও মহাত্মা গান্ধীর ভাবধারাকে সামনে রেখে সেবাই যাদের ব্রত তা অক্ষুন্ন রেখে এরমধ্যেও কাজ করে চলেছে জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা ।

গতকাল সরস্বতী পূজা থাকলেও উত্তরবঙ্গের শিলিগুড়ি কলেজের জাতীয় সেবা প্রকল্পের ৪ নং ইউনিট এর সদস্যরা প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা ড. বিদ্যাবতি আগরওয়াল এর নেতৃত্বে কলেজের বিভিন্ন জায়গাগুলি পরিষ্কার করেন । প্লাস্টিকের ব্যবহার যাতে না করে তার জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন । এই উৎসবের দিনেও তাদের এই অক্লান্ত পরিশ্রম দেখে সাধারণমানুষ কলেজের এই সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রশংসায় পঞ্চমুখ ।

Leave a Reply