মলয় দে নদীয়া;- আজ সেই শুভ শুক্রবার মানে গুড ফ্রাইডে। এই দিনেই প্রভু যীশু কে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। কিন্তু তাহলে শুভ কেন? খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছ থেকে জানা যায় প্রভু যীশু যারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল তাদের শুভ কামনার জন্য । দৃষ্টান্ত হয়ে রয়েছে সারা পৃথিবীর কাছে ক্ষমার চূড়ান্ত নিদর্শন হিসেবে। শান্তির বার্তা সারা বিশ্বময় একমাত্র অনন্য প্রচারক যে তার নিজের জীবন দিয়ে সারা পৃথিবীর মানুষকে বোঝাতে চেয়েছিলেন।
আজ লকডাউন এর জেরে রানাঘাট ও তার পার্শ্ববর্তী অঞ্চল, কৃষ্ণনগর চার্চ, হবিবপুর , চাঁদরা গ্রামে কার্যত চার্চ ছিল জনমানব শূন্য। কিন্তু ফাদার বা পোপের নির্দেশে বাড়িতে বসেই প্রার্থনা র নির্দেশ এসেছে।
আজ শান্তিপুর ব্লকের চাঁদরা গ্রামে ৩০ জন খ্রিস্টান ধর্মাবলম্বী কর্মহীন গৃহবন্দী মানুষের পাশে দাঁড়ালো শান্তিপুরের ইচ্ছে পরিবার। তারা বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দিলো স্থানীয় খ্রিস্টান ধর্মালম্বীদের হাতে।