অতনু ঘোষ, পূর্ব বর্ধমান:রক্ত মানুষের জীবনীশক্তির মূল বেঁচে থাকার প্রধান হাতিয়ার। পৃথিবীতে রক্তই একমাত্র ‘জীবন্ত সত্তা’ যার মাঝে কোনো জাতি ভেদ, ধর্ম ভেদ, বর্ণ ভেদ নেই। ধনী-গরিব, সাদা-কালো সবারই রক্তের বৈশিষ্ট্য ও বর্ণ একই। মানুষ সামাজিক জীব। সে হিসেবে মানুষের একে অপরের প্রতি রয়েছে কিছু সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা। আর এর মধ্যে স্বেচ্ছায় রক্তদান অন্যতম।
আর এই সামাজিক ও নৈতিক দায়বদ্ধতাকে পাথেয় করে এদিন ১৩আগষ্ট রবিবার মেমারি থানার অন্তর্গত দেবীপুর জিটি রোড বাজার কমিটির উদ্যোগে রক্ত সংকট দূর করার লক্ষে পশ্চিমবঙ্গ সরকারের শীততাপ নিয়ন্ত্রিত ভলবো বাসে একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দেবীপুর জিটি রোড বাজার সংলগ্ন এলাকায়।
এদিনের এই মহতী রক্তদান শিবিরে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য নিত্যানন্দ ব্যানার্জি, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান আসিয়া বিবি সেখ, উপপ্রধান নিতাই ঘোষ সহ মেমারি থানার সাব ইন্সপেক্টর ত্রিদিব রাজের পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন এই রক্তদান শিবিরের পাশাপাশি দেবীপুর জিটি রোড বাজারে একটি সৌরশক্তি চালিত জলপ্রকল্পেরও শুভ উদ্বোধন করা হয়। ফিতে কেটে এই সৌরশক্তি চালিত জল প্রকল্পটির শুভ উদ্বোধন করেন নিত্যানন্দ ব্যানার্জী।
দেবীপুর জিটি রোড বাজার কমিটির পক্ষ থেকে নিত্যানন্দ ব্যানার্জির কাছে আগামী দিনে অসুস্থ রোগীদের জন্য একটি অ্যাম্বুলেন্সের দাবি জানানো হয় এবং নিত্যানন্দ ব্যানার্জি বাজার কমিটির দাবি মত আগামী দিনে একটি অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে দেবেন বলেও আশ্বাস দিয়েছেন বলে জানা যায়।
৫০ জন রক্তদাতা লক্ষ্যমাত্রা নিয়ে এদিনের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক এমনটাই জানান দেবীপুর রোড বাজার কমিটির সম্পাদক শেখ নাসের আলী। পাশাপাশি এলাকায় একাধিক ক্লাব সংগঠনকে এমন সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজনের রক্তের মাধ্যমে আরেকজন প্রাণ বেঁচে যাবে এর মতো মহৎ মানবিক কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। তাই এদিন এই রক্তদান শিবিরে এলাকায় বেশ কিছু মানুষ রক্তদান করে স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে সমাজের সকল স্তরের মানুষকে এই বার্তা দিল যে, যে দেশের মানুষ দেশের স্বাধীনতার স্বার্থে রক্ত ঝরিয়েছে সে দেশের মানুষের কাছে ‘সামান্য সুঁইয়ের’ অযৌক্তিক ভয় কোনভাবেই কাম্য নয়। রক্তদান এক মহৎ মানবিক কাজ। রক্তদানে আমাদের ভয়কে জয় করতে হবে। এগিয়ে আসতে হবে মানবতার টানে স্বেচ্ছায় রক্তদানে।