দেবু সিংহ, মালদা: সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দাবিতে বিদ্যুৎ দপ্তরের সাউথ ডিভিশনাল ম্যানেজারকে ডেপুটেশন দিল কালিয়াচক থানার সুজাপুর জালুয়াবাধাল এলাকার বাসিন্দারা।
বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় বিদ্যুৎ দপ্তরে জমায়েত হন জালুয়াবাধাল এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লোডশেডিং এর সমস্যায় ভুগছেন তারা। অল্প ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ চলে যায় এলাকায়। সমস্যায় পড়েন গ্রামের বাসিন্দা থেকে শুরু করে চাষীরা।
এর পাশাপাশি আরো কয়েকটি দাবি তুলে ধরেন তারা।
বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোন ফল হয়নি। গ্রামবাসীদের দাবি পুরনো সরঞ্জামগুলি পরিবর্তন করে নতুন সরঞ্জাম লাগিয়ে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার। বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দাবিতে এদিন তারা ডিভিশনাল ম্যানেজারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।
দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে জানিয়েছেন, জালিয়াবাধাল এলাকার বাসিন্দা অজিত ঘোষ।