দেবু সিংহ, মালদা:কালিয়াচক এক ব্লক প্রশাসন ও কালিয়াচক থানার যৌথ উদ্যোগে মহরম নিয়ে এক শান্তিপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো কালিয়াচক এক ব্লক অফিস হলঘরে ।
সোমবার বিকেলে উপস্থিত ছিলেন কালিয়াচক এক ব্লকের বিডিও সেলিম হাবিব সরদার ,কালিয়াচক এক ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ ঘোষ , কালিয়াচক থানার চার্জে থাকা আইসি মানবেন্দু সাহা , এছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত জনপ্রতিনিধিরা এছাড়াও তো কালিয়াচক এক ব্লকের ৩৬টি মহরম কমিটির সদস্যরা , আগামী ২৯ শে জুলাই শনিবার মহরম তাকে কেন্দ্র করেই এই শান্তিপূর্ণ বৈঠক।