কৈঁনাড়া নেতাজী যুব সংঘের উদ্যোগে রক্তদান শিবির

Social

সোশ্যাল বার্তা : “রক্তের কোন ধর্ম হয় না , রক্তের কোন জাত হয়না ” তাইতো বলা হয় রক্তদান জীবন দান , দাতা তুমি ভগবান।”এই স্লোগানকে মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

অতিমারি করোনা পরিস্থিতিতে এই বিধ্বস্ত পৃথিবীতে মানবসমাজকে সুস্থ রাখতে সাহসিকতার সঙ্গে লড়াই করছেন কিছু মানুষ। এই বিষয়ে ব্যতিক্রম নয় পটাশপুর দু’নম্বর ব্লকের কৈঁনাড়া নেতাজী যুব সংঘ। তারা এই সংকটময় পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে সামান্য অংশীদার হিসেবে মানুষের পাশে দাঁড়াতে রবিবার সকাল ১০টা নাগাদ নেতাজী যুব সংঘের মাঠে সরকারি বিধি নিষেধ মেনে রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের উদ্যোক্তাদের উৎসাহ ছিল দেখার মতো।

শিবিরে আজ প্রায় ৫০ জন রক্ত দান করেন যার মধ্যে পুরুষ ছিলেন ৪২জন এবং মহিলা রক্ত দাতা ছিলেন ৮ জন। রক্ত দাতাদের উৎসাহ দিতে ও সবুজায়নের লক্ষ্যে রক্তদাতাদের হাতে একটি করে নারকেল, লেবু ও আম চারা তুলে দেওয়া হয় এদিন।

উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সম্পাদক শ্রীনাথ মান্না, প্রবীন সদস্য হরিপদ সাউ ও সুকুমার রায় ও অন্যান্যরা । সংস্থার কর্মকর্তা র‌ক্তদাতারা যেভাবে এই করোনা পরিস্থিতিতে এগিয়ে এসেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানান।

Leave a Reply