মলয় দে নদীয়া :- গত ১৫ এবং ১৬ ই এপ্রিল মেদিনীপুরের বেলদায় সারা ভারত ওপেন ন্যাশনাল যোগা কম্পিটিশনের শান্তিপুর সূর্য সংঘ ক্লাবের সুস্মিতা বিশ্বাস আনলেন জোড়া ট্রফি। যার মধ্যে একটি বেস্ট ওয়ারিয়ার টফি এবং অপরটি চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস। ১২ থেকে ১৮ এই গ্রুপে শতাধিক যোগা প্রতিযোগীদের পেছনে ফেলে, তার এই জয়। দুটি ট্রফি বাদেও ২২২২ টাকা দেওয়া হয়েছে নগদপুর পুরস্কার। এই ক্লাবেরই অপর এক ছাত্র কুনাল বিশ্বাস নবম হয়েছে, সেও পেয়েছে ট্রফি।
শান্তিপুরের অপর একটি ক্লাব থেকে ৪২ উর্ধ্ব গ্রুপে মানিক হরি পুরস্কৃত হয়েছেন নদীয়ার শিমুরালি সুনীতি বর্মন এই বয়স গ্রুপেই মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়।
প্রশিক্ষক সুনীল কুন্ডু জানান, তিনি এই সূর্য্য সংঘ ক্লাবে বিগত চার বছর ধরে প্রশিক্ষণ দিয়ে আসছেন, বর্তমান ছাত্র সংখ্যা ৫০ এর অধিক। এবারেও তিনি শান্তিপুরের আরো চারটি সেন্টারে যোগা প্রশিক্ষণ দিয়ে থাকেন।
মাঝেমধ্যেই সারা বাংলা জাতীয় স্ততরের খেলা প্রসঙ্গে, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি খোলসা করে বলেন, যোগা নিয়ন্ত্রণকারী সরকারি তত্ত্বাবধানে জেলা সেক্রেটারি মনোজ খাঁ জুন জুলাই মাসে জেলা আগস্ট মাসের বেঙ্গল এবং সেপ্টেম্বর অক্টোবরে জাতীয় যোগা কম্পেটিশন হয়ে থাকে। সুস্মিত সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে। তবে এ ধরনের খেলায় অনেকেই অংশগ্রহণ করতে পারে না অথচ খুদে অনুশীলনকারীদের অনুপ্রেরণার জন্য, বিভিন্ন ধরনের জেলা রাজ্য এবং জাতীয় স্তরে ওপেন টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে।
এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়ে, বিচারক এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
অন্যদিকে দশম শ্রেণীর ছাত্র সুস্মিত বলে, পড়াশোনার সাথে যোগা র এই অনুশীলন করতেই সময় কেটে যায় তাই অন্য কোন খেলা করা হয় না তবে শরীর ভালো থাকে যোগা অনুশীলনে।