করিমপুর ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় পালিত হল বৃক্ষরোপণ উৎসব

Social

মলয় দে, নদীয়া: “একটি গাছ,একটি প্রাণ”, তাই গাছ লাগান,প্রাণ বাঁচান। বনমহোৎসব সপ্তাহ উপলক্ষে গতকাল করিমপুর ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় পালিত হল বৃক্ষরোপণ উৎসব পালন হলো করিমপুর -১ গভমেন্ট আই টি আই এ । এতে অংশগ্রহণ করেছেন ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং করিমপুর -১ গভমেন্ট আই টি আই ছাত্রছাত্রীরা।

মানবসভ্যতা শুরু হয়েছিল আরণ্যক জীবন দিয়ে। অরণ্যের সঙ্গে মানুষের গভীর সম্পর্কের কথা বৈদিক জীবন থেকে দেখা যায়। অরণ্য প্রাচীন যুগের মানুষকে দিয়েছিল বস্ত্ররুপে গাছের ছাল, বাসস্থান রুপে বৃক্ষশাখা এবং ক্ষুধা নিবারণের ফলমূল। আধুনিক সভ্যতার শুরু হয়েছিল গাছ কেটে জঙ্গল পরিষ্কার করে গৃহ নির্মাণের মধ্যে। আবার গৃহগুলির শৌখিন চাহিদা মেটাতে গিয়ে প্রচুর পরিমাণে সতেজ গাছ কাটা হয়েছে। এর ফল হয়েছে মারাত্মক। যেমন—
১। মাটির অতি দ্রুত ক্ষয় শুরু হয়েছে।
২। বৃষ্টিপাতের পরিমাণ কমেছে।
৩। মরুভূমির প্রসার হয়েছে।
৪। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে।
অরণ্য রক্ষা না করলে মানব সভ্যতা অতিদ্রুত নষ্ট হবে। এজন্যে আমাদের কর্তব্য সচেতন হতে হবে। পরিমাণ অনুসারে বৃক্ষরােপণ যেমন করতে হবে, তেমনি বৃক্ষ কাটা বন্ধ করতে হবে। একটি গাছ, একটি প্রাণ’ কথাকে শুধুমাত্র মনে রাখলে চলবে না, তার জন্যে প্রয়োজন মতো গাছের যত্ন নেওয়া ও গাছ বাঁচানো সমস্ত কর্মসূচিকে গ্রহণ করতে হবে।পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য করিমপুর-১ গভমেন্ট আইটিআই কলেজে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply