সোশ্যাল বার্তা: দিনে দুপুরেপূর্ব মেদিনীপুর জেলার রামনগরে উত্তর বাঁধিয়া সমবায় সমিতিতে ভয়াবহ ডাকাতি।
সোমবার দুপুর দেড়টা নাগাদ সশস্ত্র আগ্নেয়াস্ত্র বোমা পিস্তল নিয়ে ডাকাতি সময় ৬ থেকে ৭ জন ডাকাত। দুপুর ১ টা নাগাদ যখন সমবায় সমিতিতে মহিলাদের স্বয়ংবর গোষ্ঠী মহিলাদের লোন দেওয়া হচ্ছিল তখনই বেশ কয়েকজন পিস্তল নিয়ে ঢুকে পড়ে ক্যাশ কাউন্টারে। মাথায় বন্দুক ঠেকিয়ে ম্যানেজারকে হাত উপরের দিকে করতে বলে। তারপরে সমিতিতে লুটপাট চালায় এই দলটি। পরে সিসি ক্যামেরার হার্ডডিক্স তো খুলে নিয়ে যায় সেখানে একটি বোমাও রেখে দিয়ে যায় সমিতির ভিতরে।
ঘটনাস্থলে পৌঁছয় রামনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে বেশ কয়েক লক্ষ টাকা ডাকাতি হয়েছে বলে জানা গেছে। সমিতির কর্মকর্তাদের অফিসের ভেতরে ঢুকিয়ে তালা বন্ধ করে দিয়ে যায়।