মলয় দে নদীয়া :-বিভিন্ন নামিদামি হাসপাতালে ঘুরে অবশেষে ১৮ বছর পর সরকারি হাসপাতালে মাতৃত্বের সাধ পেলেন গৃহবধূ আলোমতি বিশ্বাস। তাও আবার, জরায়ুর মধ্যে তিন কেজি ওজনের সিস্ট অপারেশনে নির্মূল করার পর।
জানা যায় শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের দু’নম্বর রেলগেটএলাকার বাসিন্দা পেশায় ভ্যানচালক অজয় বিশ্বাসের স্ত্রীর বিয়ের ছ মাসের মধ্যেই একটি অস্ত্রোপচার হয়। এবং সেই অস্ত্রোপচারের পরেই চিকিৎসকেরা তাদের জানান সন্তান সম্ভাবনা হতে তার স্ত্রীর দেরি হতে পারে। এরপর অজয় বিশ্বাস দীর্ঘ ১৮ বছর ধরে বিভিন্ন নামিদামি হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন তার স্ত্রীর। তবে অধিকাংশ চিকিৎসকেরাই আশানরূপ কোন বার্তা দিতে পারছিলেন না। অবশেষে ওই দম্পতি যোগাযোগ করেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ডক্টর পবিত্র কুমার বেপারীর সঙ্গে। এবং তারপরেই ড: পবিত্র কুমার বেপারী এবং অন্যান্য চিকিৎসকদের তৎপরতায় দীর্ঘ ১৮ বছর পরে সফলভাবে অস্ত্র প্রচার করে সন্তান প্রসব করেন অজয় বাবুর স্ত্রী।
ডক্টর পবিত্র কুমার ব্যাপারি জানান বিবাহের ১৮ বছর পর্যন্ত ওই দম্পতির সন্তান হচ্ছিলো না। এরপর আমাদের তত্ত্বাবধানে শান্তিপুর হাসপাতালে বিভিন্ন পরিকাঠামোগত অসুবিধা থাকা সত্ত্বেও সফলভাবে ওই মহিলা সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও সদ্যজাত শিশু দুজনেই সুস্থ রয়েছে। সন্তান প্রসব হওয়াতে খুশি পরিবার সহ আত্মীয়-স্বজনেরা।