জলঙ্গি বাঁচাতে অভিনব উদ্যোগ

Social

নিউজ সোশ্যাল বার্তা , ২৩শে নভেম্বর ২০১৯ : নদীয়া জেলার কৃষ্ণনগরের কৃষ্ণনগর বিশপ মরো বিদ্যালয়ের (B.M.S.) ভূগোল বিভাগের উদ্যোগে, গতকাল ২২ শে নভেম্বর সকাল ৮:৩০-১১:৩০ পর্যন্ত একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে জলঙ্গি নদীর উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হলো।

ক্লাস রুমের বাইরে বেরিয়ে সরাসরি প্রকৃতির কোলে জলঙ্গী নদীর বুকে “চৌধুরানী”নৌকোতে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটির প্রতিপাদ্য ছিল নদীর বাস্তুতন্ত্র, নদী দূষণের কারণ ও তার পরিণাম। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীরা জলঙ্গি নদী বাঁচানোর আবেদন রাখে সমাজের সাধারণ মানুষের কাছে। তাদের হাতে ছিল সেভ জলঙ্গি প্ল্যাকার্ড।কর্মশালাটির পরিচালনা করেন স্কুলের ভূগোল শিক্ষিকা শ্রীমতি ইন্দিরা সরকার। উপস্থিত ছিলেন শ্রী সুপ্রতিম কর্মকার। নদী ও পরিবেশ বাঁচাতে সবার আগে প্রয়োজন জনসচেতনতা। সচেতনতা প্রসারে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ সত্যি দৃষ্টান্ত স্থাপন করলো। আসুন সকলে মিলে ওদের স্বপ্নকে সত্যি করে তুলি, জলঙ্গি বাঁচানোর উদ্যোগে সামিল হই আমরাও।

WhatsApp :9434158779