দেবু সিংহ মালদা : দীর্ঘদিন যাবৎ বন্ধ নিকাশি নালা। জল জমে পচা গন্ধ বেরোচ্ছে। হেলদোল নেই প্রশাসনের। বন্ধ নিকাশি নালা সারাই ও পরিষ্কার করার জন্য আবেদন জানাল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মাড়োয়ারি পাড়া ও হাসপাতাল পাড়ায়। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে রাস্তার ধারে ড্রেন বন্ধ হয়ে পড়ে আছে। কোন নিকাশি ব্যবস্থা কাজ করছে না। পচা জল জমে দুর্গন্ধ বের হচ্ছে। তার সাথে বাড়ছে মশা মাছির উপদ্রব। অল্প বৃষ্টিতেই জল উপচে পড়ে রাস্তায় চলে আসছে। স্থানীয় বাসিন্দা শংকর দাস জানালেন বহুদিন ধরে তারাই ভাঙ্গা ড্রেন এর ব্যাপারে স্থানীয় ব্লক পঞ্চায়েত কে বহুবার আবেদন জানিয়েছেন কিন্তু কোন কাজ হয়নি। আজ তাই তারা হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আছে মা স পিটিশন জমা দিলেন। নলাটি বন্ধ হয়ে যায় চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন ওই দুই পাড়ার বাসিন্দারা।
এ প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত মেম্বার তথা হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেফালী দাস জানালেন তিনি ইতিমধ্যেই ওই পাড়ার একটি রাস্তা ও তার সাথে সংলগ্ন নিকাশি নালা টিও নতুন করে করার প্রস্তাব ইতিমধ্যেই পঞ্চায়েতে জমা দিয়েছেন। রাস্তা এবং নিকাশি নালা সংস্কার খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে বলে তিনি আশাবাদী।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিসবা খাতুন জানালেন ওই ড্রেন টি সমস্যা সম্পর্কে তিনি শুনেছেন। তবে নতুন করে নিকাশি নালা তৈরি করতে যে টাকার প্রয়োজন সেটা পঞ্চায়েতের তরফ থেকে বরাদ্দ করা সমস্যা হবে। কারণ ওই নালাটি নতুনভাবে নির্মাণ করতে হবে এবং তার জন্য বৃহৎ পরিমাণে বরাদ্দ প্রয়োজন। সেই বরাদ্দ একমাত্র জেলা পরিষদ স্তর থেকেই করা সম্ভব। এ বিষয়ে তিনি জেলা পরিষদে আবেদন করবেন।
অন্যদিকে জেলা পরিষদের শিশু-নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন জানালেন তিনি ওই এলাকায় গিয়ে নিজে সমস্যাটি পরিদর্শন করে দেখবেন। প্রয়োজন হলে নতুন নিকাশি নালা তৈরিতে জেলা পরিষদে সভায় বিষয়টি উত্থাপন করবেন।তবে সাময়িক ভাবে পঞ্চায়েত থেকে এই নালাটি পরিষ্কার করা যেতে পারে।