মলয় দে নদীয়া:-বয়সের মতই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা ২০২৩।
নদীয়ার শান্তিপুর মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় বিদ্যালয়ের প্রধান গেটে ভিড় করেছেন মাঝবয়সী এবং প্রবীণ বয়স্করাও। নির্বিঘ্নে চলছে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের পরীক্ষা।
বিদ্যালয়ের সূত্রে জানা গেছে আজ পঞ্চম পরীক্ষা জীবন বিজ্ঞান। ১৪ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২১ তারিখে শেষ হতে চলেছে এই পরীক্ষা। নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের ১৫৮ জন পরীক্ষার্থী মালঞ্চ উচ্চবিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন, শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে সেন্টার রয়েছে সেখানকার ছাত্র-ছাত্রীরাই মূলত এসেছেন এই বিদ্যালয়ের পরীক্ষা দিতে। তবে জেলায় আরো বেশ কয়েকটি বিদ্যালয়ে এ ধরনের পরীক্ষা চলছে।
মালঞ্চ উচ্চ বিদ্যালয় থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, আর্থিক এবং বিভিন্ন সমস্যার সংক্রান্ত কারণে তাদের এই বিলম্বে পরীক্ষা। তবে তা অবশ্যই প্রশংসাযোগ্য।
৫০ উর্দ্ধ এমনকি ৬০ -৭০ বছর বয়সেও পরীক্ষা দিতে আসা ৫৭ বছর বয়সের অনেক রঞ্জন ভট্টাচার্য জানান ছোটবেলায় লেখাপড়া করতে পারেনি বর্তমানে ছেলে এমএসসি পড়ছে। ছেলের টিফিনের পয়সা দিয়ে ওনাকে মাধ্যমিকের ফর্ম ফিলাপ করে দেয়। মাধ্যমিকে ভালো ফল করবেন এটা আশা করছেন।