দেবু সিংহ,মালদা: সরকারি সহযোগিতায় এবং কৃষ্ণ কালিতলা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে বুধবার সকালে মালদা শহরের রবীন্দ্রভবনে ২৫ জন মহিলাকে সার্টিফিকেট দেওয়া হল। গত এক মাস ধরে এই ২৫ জন মহিলাকে মাস্ক, টুপি ও পাটের ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রশিক্ষিত ওই মহিলাদের হাতে সার্টিফিকেট তুলে দেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক সুমালা আগারওয়াল।
কৃষ্ণ কালিতলা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সম্পাদক সুমিত্রা হালদার বলেন, করোনা পরিস্থিতিতে মাস্ক ও টুপির চাহিদা প্রচুর রয়েছে। সে কারণে মহিলাদের এই দুটি জিনিস তৈরির পাশাপাশি ক্যারিব্যাগের পরিবর্তে বিকল্প হিসেবে মানুষ যেন পরিবেশ বান্ধব পাটের তৈরি ব্যাগ ব্যবহার করে সেজন্য মহিলাদের পাটের ব্যাগ তৈরির প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। এই প্রশিক্ষণ পেয়ে মহিলারা নিজেদের সাবলম্বী করতে পারবেন।