নদিয়ায় অনুষ্ঠিত হলো বর্গক্ষেত্র বাগদি সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সম্মেলন

Social

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া এলাকায় আজ সকাল থেকে শুরু হয় বর্গক্ষেত্রেয় বাগদী সমাজ কল্যাণ সমিতির নবম কেন্দ্রীয় সম্মেলন। এই উপলক্ষে আসাম ত্রিপুরা নাগাল্যান্ড ঝাড়খন্ড মধ্যপ্রদেশ থেকে প্রতিনিধিরা এসে পৌঁছান। সারাদিন ভোর তাদের নিজেদের মধ্যে আলাপচারিতা এবং প্রশ্ন উত্তর পর্বের মধ্যে দিয়ে নেতৃত্বের কাছ থেকে আগামী দিনের করণীয় সম্পর্কে সচেতন হন। রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সুবিধা এবং তাদের কাছে আগামীর বিভিন্ন দাবীদাবা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয় বিভিন্ন জেলা তাদের নিজের মতন করে সম্মেলন করে থাকে তবে কেন্দ্রীয় সম্মেলন গত বছর হয়েছিল নদীয়ার হাসখালি তে এ বছর শান্তিপুরে। বিভিন্ন জেলায় এভাবেই ঘুরিয়ে ফিরিয়ে সম্মেলন করার উদ্দেশ্য ঐক্যবদ্ধতা।
বি আর আম্বেদকরের আদর্শকে সামনে রেখে ২০১৫ সালে ১৫ ই এপ্রিল রাজ্যব্যাপী এই সংগঠন গড়ে উঠেছিল যা এখন দেশের বাইরেও পৌঁছেছে। তারা কেউ বলেন শতাধিক পদবী সম্বলিত মানুষজন তাদের সংগঠনভুক্ত । নিজেদের অজ্ঞতার ফলে কেউ কেউ সম্মানীয় স্থানে যেতে পারলেও বেশিরভাগই রয়ে গেছে ব্রাত্য তাই নিজেদের মধ্যে আলাপচারিতা করে নিজেদের প্রস্তুত করার জন্য এ ধরনের সম্মেলনের আয়োজন। একতা শিক্ষা সমতা এবং সংস্কারের ফলে নিজেরাই নিজেদের মূল স্রোতে নিয়ে যাওয়া লক্ষ্য। এই মুহূর্তে সরকারের প্রতি কোনো ক্ষোভ না থাকলেও আগামীতে নিজেদের সম্পূর্ণরূপে প্রস্তুত করে, বিভিন্ন পরিকল্পনা উপায়নে আবেদন জানাবেন তারা । ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান সম্পর্কে সরকারি অবস্থান তাদের পছন্দ না হলেও যোগ্যতা অর্জনের মধ্যে দিয়ে আগামী দিনে তা প্রতিষ্ঠা করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তারা।

Leave a Reply