রথের মেলা! সংশয় হলেও দিন গুনছেন মৃৎশিল্পীরা

Social

মলয় দে, নদীয়া : সামনেই রথযাত্রা উৎসব । সেই উপলক্ষেই মাটির তৈরি কিছু রথের চিত্র ধরা পড়লো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় । রথযাত্রা মানেই বাঙালির সমস্ত উৎসবের আগমন বার্তা । তবে সাম্প্রতিক করোনা প্রেক্ষাপটে সমস্ত উৎসবের মরশুম রসাতলে গেলেও মৃৎ শিল্পী কর্তৃক নির্মিত মাটির রথগুলি অপামোর বাঙালির উৎসবের আগমন বার্তা ও একরাশ আবেগকে স্মরণ করায় । বিগত বছর সোজা রথ উপলক্ষ্যে বসেনি রথের মেলা , দেখা যায় নি মানুষের মিলনক্ষেত্র । বর্তমানে করোনা র চোখ রাঙানি কম থাকলেও বলবৎ থাকছে প্রশাসনিক বিভিন্ন বিধি নিষেধ । তবে এসবকে কোনো ভাবেই পাত্তা না দিয়ে শান্তিপুর চৌগাছা পাড়া নিবাসী ছোট টু পাল বানিয়ে ফেলেছেন তার সুনিপুণ কর্মদক্ষতায় মাটির রথ এবং রথের সামনেই অবস্থান করছেন জগন্নাথ , বলরাম ও সুভদ্রা । তবে কথোপকথন সূত্রে জানা গেলো প্রায় চৈত্র মাস থেকে শুরু করেছেন এই মাটির রথ প্রস্তুতির কাজ। শুধু রথ নয়, থালা ভর্তি নানান রকম মিষ্টি, বিভিন্ন জীবজন্তু কীটপতঙ্গ, আলমারি খাট ড্রেসিং টেবিল গৃহস্থালির টুকিটাকি, পুতুল, পেনদানি, অলংকার, মুনি ঋষিদের মূর্তি, সবকিছুই মাটি দিয়ে তৈরি করে রেখে দেন কম কাজ থাকার সময় গুলিতে। আর এই রথের মেলায় সেগুলো বিক্রি করে , সারাবছরের ঘাটতি পূরণ হয়! কিন্তু এবছর কি, আদৌ দুটো পয়সার মুখ দেখতে পারবেন মৃৎশিল্পীরা ?

Leave a Reply