দেবু সিংহ মালদা: গত রবিবার রাতে কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে এখনো গ্রামে পৌঁছায়নি ইলেকট্রিক এবং পানীয় জল। শনিবার সকালে এমনই চিত্র ধরা পড়ল মালদার হবিপুর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ঝাপড়ি মন্দির ও খুজিপুর এলাকায় |
জানা যায় গত রবিবার রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবের ফলে সমস্ত তছনছ হয়ে পড়েছিল হবিপুর ব্লক অন্তর্গত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বানপুর ঝাপড়ি মন্দির এবং খুজিপুর এলাকা। জানা যায় ঝড়ের দিন রাতে ইলেকট্রিকের দুটি পোল ভেঙে পড়ে যায় ৷ফলে বিঘ্নিত হয়ে পড়েছিল এইখানকার ইলেকট্রিক ৷এরফলে পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে এখানকার সাধারণ মানুষকে ৷ প্রায় এক কিলোমিটার পথ বয়ে পানীয় জল আনতে হচ্ছে এখানকার বাসিন্দাদের ৷এখানকার বাসিন্দাদের অভিযোগ প্রশাসন এবং ইলেকট্রিক অফিস কে জানিয়েও কোন কাজ হচ্ছে না ৷ তাই এখানকার বাসিন্দারা এদিন সকালে ঝাপড়ি মন্দিরের সামনে বিক্ষোভ দেখায় ৷এইখানকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দীর্ঘ ছয় দিন পার হয়ে গেলেও এখনো তারা পাচ্ছে না ইলেকট্রিক ৷তারফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পানীয় জলের সমস্যায়।