দেবু সিংহ মালদা:রবিবার রাতের সাময়িক ঝড়ে লন্ডভন্ড মালদার হবিবপুর ব্লকের একাংশ। এদিন ঝড়ের ব্যাপক ক্ষতিগ্রস্ত আইহো ঋষিপুর এই দুটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। আইও একাধিক বারের ছাউনি উড়ে গিয়েছে। রাস্তায় বড় বড় একাধিক গাছ ইলেকট্রিকের পোল পড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। আইহো সিঙ্গাবাদ রুটে একাধিক জায়গায় ইলেকট্রিকের পোল ও বড় গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু মানুষের বাড়ির ছাউনি উড়ে গিয়েছে এই ঝড়ের জেরে। দুইটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের পোল পড়ে যাওয়ায় এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ক্ষয়ক্ষতি ব্যাপকহারে হলেও এই এলাকায় প্রাণহানির কোন ঘটনা নেই।