মলয় দে নদীয়া:-নদিয়ার মদনপুর বাজারে সায়ন্তনী মোড়ে গ্রীস্মের তীব্র দাবদাহে ক্লান্ত পথিকের তৃষ্ণা নিবারনের উদেশ্যে গতকাল ডাব বিতরণ কর্মসূচির মাধ্যমে পানীয় জলের তৃষ্ণা মেঠালো কল্যাণী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণী ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা কল্যাণী পঞ্চায়েত সমিতির নারী এবং শিশু কল্যাণ দপ্তরের কর্মাদক্ষা সঙ্গীতা বিশ্বাস ছাড়াও খাদ্য কর্মাধ্যক্ষ মোহাম্মদ হাবিব মণ্ডল, মদনপুর ১ নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক ভাস্কর বর্মন, চাদুরিয়া ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শোভারানি বৈদ্য ছাড়াও কল্যানী ব্লকের বহু তৃণমূল নেতাকর্মী সমর্থকরা।