সোশ্যাল বার্তা: দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের এম এম বি কাঁটায় ২০০ কেজি ওজনের বিশালাকার সামুদ্রিক কৈ ভেটকি মাছ বিক্রির জন্য নিয়ে এলে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয় মৎস্যজীবী ও দীঘায় আগত পর্যটকদের মধ্যে। বিশালাকার এই মাছ কেনার জন্য ভিড়ও জমে যায় ব্যবসায়ীদের মধ্যে, দীর্ঘক্ষণ দরদামের পর অবশেষে নিলামে মাত্র ৩৮ হাজার টাকায় বসিরহাটের একটি মৎস্য কোম্পানি কিনে নেয় মাছটি।
জানা যায় কাঁথির বাসিন্দা মির্জা বাসেদ বেগের আশীর্বাদ ট্রলারে গতকাল মাছটি ধরা পড়ে। মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের ব্যবসায়ীদের কথায় প্রায় তিন বছর পরে এরকম বিশাল আকৃতির সামুদ্রিক কৈ মাছ আবার দেখা মিলল দীঘা মোহনার মৎস্যজীবীদের জালে। পর্যটক রাও দারুণ খুশি দীঘায় বেড়াতে এসে এত বড় বিরল প্রজাতির বিশালাকার সামুদ্রিক কই মাছ দেখে ।