পোস্ট অফিসে স্বমহিমায় দাঁড়িয়ে লেটার বক্স ! মনে পড়ে ইনল্যান্ড লেটার ও পোস্টকার্ড এর কথা ?

Social

মলয় দে, নদীয়া :-সন্দেশে আতে হ্যায়, হামে তড়পাতে হ্যায়, চিঠঠী আতে হ্যায়। বর্ডার সিনেমার সেই বিখ্যাত গানের কলি আজ ইতিহাস। বর্তমানে ইনল্যান্ড লেটার প্রায় বিলুপ্তির পথে। কৃষ্ণনগর , রানাঘাটের পোস্ট অফিসে এখন আর সেরকমভাবে বিকোয়না ইনল্যান্ড লেটার অথবা পোস্টকার্ড।

অতীতে দেখা গেছে সকলের কুশল সংবাদ জানা, কিংবা গাঁ অথবা শহরের খবর নেওয়ার জন্য একমাত্র মাধ্যমই ছিল ইনল্যান্ড লেটার। একবিংশ শতকে ইন্টারনেটের যুগে আর সেরকম ব্যবহার নেই ইনল্যান্ড লেটার বা পোস্ট কার্ডের। তবে রানাঘাটের বিভিন্ন সাব পোস্ট অফিস হোক বা নদীয়ার বিভিন্ন পোস্ট অফিসে স্বমহিমায় বিরাজমান লেটার বক্সটি। তবে তাঁর কার্যকারিতা নিয়ে সন্দিহান অনেকেই। তবুও সে প্রতীক্ষায় !দাঁড়িয়ে ইনল্যান্ড লেটার ও পোস্ট কার্ডের অপেক্ষায়।

কৃষ্ণনগর শহরের হেড পোষ্ট অফিসে দরকারে এসেছিলেন কালীনগর এর বাসিন্দা অমর বিশ্বাস। ইন ল্যান্ড লেটার ও পোস্টকার্ড কবে ব্যবহার করেছেন জিজ্ঞেস করতে থমকে গিয়ে বললেন ” মোটামুটি বছর সাত-আট হবে,এখনতো মোবাইলেই সব কথা হয়”।

তবে অনেকেই জানালেন স্পিড পোস্ট এখন ব্যবহার করেন।

Leave a Reply