মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া কুলচন্ডীতলা এলাকায় আজ ভর দুপুরে, টোটোতে বসা এক মহিলা যাত্রীর হাত থেকে ব্যাগ কেড়ে নিলো বাইক চালিয়ে আসা এক যুবক।
জানা যায়, সুধা সরকার নামে এক মাঝবয়সী মহিলা তার ভাই নকুল সরকার এবং অন্যান্য দুই একজন পরিবার সদস্যদের নিয়ে শান্তিপুর হরিপুর এলাকায় তাদের এক নিকট আত্মীয়র বিয়েতে আসছিলেন। পথে, পেছন থেকে আসা অল্প বয়সী এক যুবক মোটরসাইকেল চালাতে চালাতে এক হাতে তার হাতে থাকা ব্যাগ ধরে টানতে শুরু করে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে মাথা এবং গলা সহ শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতপ্রাপ্ত হন।
ভাই নকুল সরকার জানান, ব্যাগের মধ্যে ৫০০০ টাকা এবং একটি মোবাইল ফোন সহ বেশ কিছু জামাকাপড় ছিলো। কিন্তু দিদিকে বাঁচানো দরকার আগে তাই দিদিকে ধরতে গিয়ে, চম্পট দেয় ডিপ গাঢ়গোলাপি রংয়ের জামা পড়ে মুখে রুমাল দিয়ে বাধা মোটরসাইকেল চড়ে আসা ওই যুবক। তবে তিনি একাই ছিলেন।
টোটো চালক লিটন মন্ডল বলেন, তারও দিকনগরেই বাড়ি সকলকে ভাড়া নিয়ে আসছিলেন হরিপুরে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চলন্ত টোটো থামিয়ে, যেতে যেতেই ওই যুবক উধাও হয়ে যায়। তবে যেহেতু ফাঁকা রাস্তা তাই সকলের প্রচেষ্টা একত্রিতভাবে হয়ে ওঠেনি, না হলে হয়তো ধরা সম্ভব হতো।
যদিও ওই মহিলা প্রাথমিক চিকিৎসা শান্তিপুর হরিপুর মনসাতলায় এক চিকিৎসকের কাছ থেকে করিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা করেন। ঘটনাটি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। তবে প্রায়শই রাতে একের পর এক চুরি আর প্রকাশ্যে দিনের আলোয় ছিনতাই নিয়ে দুশ্চিন্তায় পথচারী থেকে শুরু করে সাধারণ নাগরিক।