পালপাড়া কলেজে সাত দিন ব্যাপি যোগ বিষয়ক কর্মশালা

Social

নিজস্ব প্রতিনিধি, পটাশপুর: যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ ও যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে সাতদিনের একটি যোগ কর্মশালার শুভ সূচনা হল বুধবার। ভারতীয় মনস্কতায় ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক অবসাদ নিয়ন্ত্রণে যোগের ভূমিকা বিষয়ে ১০ই মে থেকে ১৭ই মে পর্যন্ত সাত দিনের এই কর্মশালার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন এবং যোগানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন কলেজের পরিচালন সমিতির সভাপতি স্বামী অচ্যুতানন্দ গিরি মহারাজ। প্রধান অতিথি আসন অলংকৃত করেন কলেজের সম্পাদক শীতল চন্দ্র দে মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন IQAC কোডিনেটর ড. অনিরুদ্ধ সিনহা, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. মৃণাল কান্তি দে, GB মেম্বার রঞ্ঝন ঠাকুর, সংস্কৃত বিভাগীয় প্রধান ড. লক্ষ্মীকান্ত ষডঙ্গী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. প্রদীপ্ত কুমার মিশ্র মহাশয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় অধ্যাপক ভূপেন মণ্ডল। সংস্কৃত বিভাগের ঐকান্তিক প্রচেষ্টায় ও সহযোগিতায় পূর্ণতা পায় এই কর্মশালা। ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব বিকাশে ও আত্ম-মনসংযোগ বৃদ্ধির জন্য কলেজ কর্তৃপক্ষের এই মহতী আয়োজন। এই কর্মশালায় ১৭৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো শ্রীবৃদ্ধি করে।

Leave a Reply