ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

Social

রমিত সরকার: উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে ও কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে এর সূচনা করেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তপন কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সুহৃদ বনিক চৌধুরী এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

 

এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করে উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বের কবি। কূ-সংস্কার নিয়ে মানবতার যে বিরোধ তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ কলম ধরে ছিলেন। ঐক্যবদ্ধ ভারতবর্ষের তিনি স্বপ্ন দেখেছিলেন।
এদিনের অনুষ্ঠানে সাংবাদিকতা, বাংলা, ইতিহাস এবং শিক্ষা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা আবৃত্তি, নৃত্য, সংগীতের মাধ্যমে রবীন্দ্রনাথকে স্মরণ করেন।

Leave a Reply