মলয় দে নদীয়া:- বঙ্গোপসাগরে চোখ রাখাচ্ছে ঘূর্ণিঝড় মোচা! ৮- ই মে থেকে বাড়বে ঘূর্ণিঝড়ের শক্তি। আগামী সপ্তাহ থেকে ঘূর্ণিঝড় মোখার সত্যিই এক লপ্তে অনেকটাই বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শক্তি বাড়িয়ে ঘূর্ণবর্তটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে এখনো নিশ্চিত ভাবে বলা যায়নি। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা না মায়ানমারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি হবে তা এখনো বলা হয়নি। এই নিয়ে এখনো ধন্দ্ব রয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের। আগামী বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের সম্পর্কে বিশদে জানা যাবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।
তবে যতদূর বোঝা যাচ্ছে আগামী ৯- থেকে ১১ মে ঘূর্ণিঝড় মোচা দক্ষিণ বঙ্গ সাগরে তৈরি হবে। তারপর তা উত্তর পশ্চিমের দিকে এগিয়ে এগিয়ে আসবে। পাশাপাশি আজ সকাল থেকে দক্ষিণবঙ্গসহ কলকাতার আকাশের মুখ ভার। আজ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত দক্ষিণে বৃষ্টি হবে। আজ উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মোচার জন্য এখন থেকে সতর্ক নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আবহাওয়া বুঝে মিটিং- মিছিল করতে হবে। যেহেতু বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে তাই মানুষকে বেশি করে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। দুর্যোগের হাত থেকে মানুষকে রক্ষা করতে মন্ত্রিসভাকে পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।