এশীয়-মঞ্চে সেরা বাংলার মেয়ে ! ভাঙল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের রেকর্ড

Social

মলয় দে নদীয়া:- ইতিহাস গড়ল রেজওয়ানা মল্লিক হিনা। এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতেছে সে। শুধু তাই নয়, ভেঙে দিয়েছে আট বছরের পুরনো মিট রেকর্ড, যা একসময় গড়েছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সালওয়া ইদ নাসের। শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এই নজির গড়েছে হিনা।

১৬ বছরের এই কিশোরীর বাড়ি বাংলার নদীয়ায়। বেঙ্গালুরুর অর্জুন অজয়ের কাছে কোচিং নেয় সে। ৪০০ মিটার দৌড়তে সময় নিয়েছে ৫২.৯৮ সেকেন্ড। নাসের নজির গড়েছিলেন ৫৩.০২ সেকেন্ডে। এই মুহূর্তে অনূর্ধ্ব-১৮ মহিলা বিভাগে দ্রুততম দৌড়বিদ হিনাই। দ্রুততম ভারতীয়ও সে। ভারতীয়দের মধ্যে সে ভেঙেছে এশিয়াডে প্রাক্তন রুপোজয়ী জিসনা ম্যাথুর (৫৩.১৪ সেকেন্ড) নজির।

পঞ্চম ইউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ উজবেকিস্তান । ৪০০মিটার দৌড় প্রতিযোগিতা প্রথম টাইম ৫২.৯৮ সেকেন্ড পার্সোনাল বেষ্ট টাইম। ২০০মিটার হিটে ২৪.৩৮ টাইম করে প্রথম হয়ে ফাইনালে যোগ্যতা অর্জন করেছে।
রেজওনার বাড়ির পরিস্থিতি, বাবা স্কুলের সামান্য পার্শ্ব শিক্ষক রেজওয়ানা স্বপ্ন পূরণের জন্য ভোর চারটের সময় কৃষ্ণনগর কাজ করে এসে স্কুলে শিক্ষকতা করেন। স্কুল থেকে বাড়ি এসে বাচ্চাদের নিয়ে প্র্যাকটিস করান।

কিছুদিন আগেই আসামে অনুষ্ঠিত জুনিয়র ন্যাশনাল অনূর্ধ ১৬ গার্লস ৩০০ মিটার প্রতিযোগিতায় ন্যাশনাল রেকর্ড ৩৮.৫৭ টাইম সহ স্বর্ণপদক লাভ করে ।
কেরালাতে ৪০০ মিটার ওপেন ন্যাশনালে অনূর্ধ্ব ১৬ গার্লস বিভাগে ৪০০ মিটার রানে ন্যাশনাল রেকর্ড করে ৫৩.২২ স্বর্ণপদক লাভ করে । ইউথ ন্যাশনাল ৪০০ মিটার দৌড়ে মিট রেকর্ড ৫৩.৪৪ টাইম করে স্বর্ণপদক লাভ করে। ও ২০০ মিটার হিটে ২৪.২২ টাইম রেকর্ড করে । ও ফাইনালে ২৪.৬১ টাইম করে রূপো লাভ করে ।

হেনার বাবা মা ছিলেন ন্যাশনাল কবাডি প্লেয়ার ও তার কাকারা ছিলেন সেখ আনজার আলী এশিয়ান গোল্ড মেডেলিস্ট বর্তমানে আমরা এখনো আর্থিকভাবে কোনো সহযোগিতা পায়নি কেউ খোঁজ নেয়নি। বাড়ির পরিস্থিতি ও খুব একটা ভালো না সরকারের কাছে আবেদন তারা যেন কিছু আর্থিকভাবে সাহায্য করে। তাহলে হয়তো আগামী দিনে দেশের জন্য আরো ভালো কিছু করবে ।

Leave a Reply