মলয় দে নদীয়া :- বর্তমান বিজ্ঞানের যুগে অলৌকিক অশরীরিক কথাগুলো অপ্রাসঙ্গিক হলেও, নদীয়ার তেহটটো ১ নম্বর ব্লকের নিশ্চিন্তপুর এলাকার মানুষের ঘুম উড়েছে বেশ কয়েকটি দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে।
কাকতালীয়ভাবে হলেও ওই এলাকার বছর ২৫ এর রকি মন্ডল বৈদ্যুতিক শক লেগে মৃত্যু ঘটে মাসখানেক আগে। তারই এক ঘনিষ্ঠ বন্ধু, কোনো কারণ ছাড়াই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে ওই এলাকার মানুষজন অনেকেই অজানা জ্বর এবং বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগতে থাকে।
এলাকার অন্যান্য অধিবাসীরা। সন্ধ্যার পর থেকে সকলেরই গা ছমছম করছে তাদের জন্মভূমি নিজের পাড়াতেই। এরই মধ্যে এলাকার এক গৃহবধ মানসিকভাবে ভারসাম্যহীন মাঝে মাঝেই। গ্রামবাসীর বক্তব্য অনুযায়ী, স্বয়ং কালী মাতা তার পুজো চাইছেন। এলাকার মানুষজন সুস্থ হতে এবং এ ধরনের ভয়-ভীতি থেকে দূরে থাকতে সিদ্ধান্ত নিয়েছেন রক্ষা কালী মাতা পুজোর।
গতকাল সেই পুজোয় মহাসমারহে পালিত হয় ওই এলাকায়। যাবতীয় পূজোর নিয়ম-নীতি মেনে ব্রাহ্মণ ডেকে সেই পুজোর যাবতীয় রীতিনীতি পালন করা হয়।
আগামীতে ওই গ্রামে আর কোন অপৃতিকর ঘটনা ঘটে কিনা, এখন তার দিকেই তাকিয়ে এলাকাবাসী।