দেবু সিংহ, মালদা:শিক্ষকের ভুমিকায় পুলিশকর্তারা।পুলিশ কর্তাদের কোচিং পেয়ে পুলিশের চাকুরী পরীক্ষায় উত্তীর্ণ হলেন ৮৮জন পরীক্ষার্থী। প্রায় নব্বই শতাংশ সাফল্য শিক্ষকের ভুমিকায় অবতীর্ণ হয়ে জেলার পুলিশকর্তা।মালদা জেলার আইন-শৃঙ্খলা সামলে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের চাকরি প্রার্থীদের কোচিং এর মাধ্যমে মক ইন্টারভিউ টেস্ট করিয়ে সাফল্য পেয়েছে মালদহ জেলা পুলিশের। ২২জন সিভিক ভলেন্টিয়ার এই কোচিং যোগ দিয়েছিলেন। তার মধ্যে ১৭জনই আজ কনস্টেবল পদে চাকুরির নিয়োগপত্র পেয়েছেন। শুধু তাই নয় ৫২জন সাধারণ পরীক্ষার্থীও এই প্রশিক্ষণ পেয়ে আজ পুলিশের কনস্টেবল পদে নিয়োগপত্র পেয়েছেন।
মালদা,উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মোট ১০০ জন পরীক্ষার্থী মালদা জেলা পুলিশ লাইনে কোচিং এ যোগ দিয়েছিলেন। মূলতঃ এই কোচিং এ পরীক্ষার্থীদের মক টেস্ট ইন্টারভিউ করানো হয়। মালদা জেলা পুলিশ সুপার ডক্টর প্রদীপ কুমার যাদবের উদ্যোগে এই মক টেস্টের আয়োজন করা হয়েছিল। মালদা জেলা পুলিশের একজন ডিএসপি ইন্সপেক্টর ও কনস্টেবল মিলিয়ে মোট ১০ জন নিয়মিত চাকরি প্রার্থীদের ইন্টারভিউর আগে মক টেস্ট ইন্টারভিউ নেন। তাদের কোচিং করানো হয়। চাকুরী প্রার্থীরা জানান, মালদা জেলায় ভালো মক টেস্ট করানোর মতো কোচিং সেন্টার নেই। ফলে অনেকের ইচ্ছা থাকলেও তা করা সম্ভব হচ্ছিল না। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে এমন ব্যবস্থা করে দেওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে।