দেবু সিংহ,মালদা: মাঠগুলো ধুঁকছে। খেলাধুলোর পরিকাঠামোও সেভাবে নেই। এরই মাঝে মালদহের হরিশচন্দ্রপুর সুলতাননগরে বিশ্বনাথ ঝাঁ মেমোরিয়াল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন সুলতান নগর ক্ষিতিমোহন স্পোর্টিং ক্লাব। ক্লাবের তত্বাবধানে প্রায় ১০০০ দুঃস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণও করা হয়।
এইদিন সুলতান নগর ক্ষিতিমোহন স্পোর্টিং ক্লাব আয়োজিত বিশ্বনাথ ঝাঁ মেমোরিয়াল টি টুয়েন্টি ২০২১ জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হলো সুলতান নগর খেলার মাঠে। বুধবার অনুষ্ঠানের শুভ উদ্বোধনের কর্মসূচি ছিল। মোবাইলের যুগে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। মোবাইলের যুগে খেলাধুলাকে আবার ফিরিয়ে আনা দরকার। এতে শরীর মন দুই ভালো থাকে। ৭ দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল।
এইদিন সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সভাপতি জুবেদা বিবি, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হজরত আলি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ মনিরুল ইসলাম, হরিশ্চন্দ্রপুর ব্লক ১ ভূমি কর্মাধক্ষ আদিত্য মিশ্র, যুব নেতা জিয়াউর রহমান, মনোতোষ ঘোষ, ছাত্র নেতা বিমান ঝাঁ, আশরাফুল হক ও অন্যান্য বিশিষ্ট আধিকারিকবৃন্দ।
এছাড়াও এদিন সুলতান নগর প্রাঙ্গনে প্রায় ১০০০ দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। যে কোনো শুভ অনুষ্ঠান কোনো ভালো কাজ দিয়ে শুরু করতে হয় তাই কম্বল বিতরণের জন্য আজকের দিনটা বেছে নেওয়া হয়েছে এমনটাই জানালেন।
আজকের প্রতিযোগিতা রয়েছে বালুরঘাট একাদশ বনাম হরিশ্চন্দ্রপুর ব্লক ২ পঞ্চায়েত সমিতি একাদশ। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এবং সাথে ট্রফি, দ্বিতীয় স্থানাধিকারি পাবে একষট্টি হাজার টাকা এবং ট্রফি।
মালদা জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, ” সুলতান নগর ক্ষিতিমোহন স্পোর্টিং ক্লাবের তরব থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মোবাইলের যুগে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। আমরা জানি খেলাধুলা করলে শরীর ফিট থাকে। আর শরীর ফিট থাকলে দুনিয়া ফিট।
মালদা জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস জানান “শরীর চর্চা এবং খেলার পরিবেশ সবসময় রাজনীতির উর্ধ্বে। আমি নিজেও ক্রিকেট খেলতাম। বুলবুল খানকে ধন্যবাদ জানাই এত সুন্দর উপস্থাপনার জন্য। এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ যারা দুঃস্থ মানুষদের মুখে হাসি ফুটিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। প্রতিযোগিদের সাফল্য কামনা করি।”