মদন মাইতি, পূর্ব মেদিনীপুর:কয়েক দিন ধরে পূর্ব মেদিনিপুর জেলার তাপমাত্রা দীর্ঘ কয়েক বছরের থেকে অনেকটাই এগিয়ে, কখনো ৪০ ডিগ্রি সেলসিয়াস আবার কখনো ৪১ ছাড়িয়ে, এর মাঝেই হঠাৎই ঘূর্ণিপাক, অতিরিক্ত গরমের ফলেই এই ধরনের ঘূর্ণিপাক দাবি স্থানীয়দের।
এলাকার মানুষ বেশকিছুটা আতঙ্কিত। পার্শ্ববর্তী হুগলি নদী থেকেই তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে সিটি সেন্টারের বুকে এমনটাই দাবি স্থানীয়দের। তবে প্রথমবার টর্নেডো টাইপ এই ঘূর্ণিঝড় বেশকয়েকটি জায়গায় দেখতে পায় পথচারিরা। আকর্ষণ এর পাশাপাশি ভয়ের পরিবেশ তৈরি করেছে এই টর্নেডো টাইপ ঘূর্ণিঝড়।