মলয় দে নদীয়া :- বসন্তকে মাঠ থেকে সরিয়ে গ্রীষ্মের প্রবেশ একটু দেরিতে হলেও, টানা ১৫ দিন যাবত নট আউটে বর্তমান উষ্ণতার সংখ্যা ৪০ পার।
তীব্র দাবদাহে কষ্ট পাচ্ছেন পথচারী থেকে শুরু করে শ্রমিক শ্রেণীর মানুষজন। প্রেসার টানে হকারী টোটো চালানো এবং বিভিন্ন কাজকর্মে তাদের নিয়মিত রাস্তায় থাকতে হচ্ছে এই রৌদ্রেও। জল বয়ে বেড়ানোর অসুবিধা কখনও বা খেয়াল না থাকা এ ধরনের মানুষদের উদ্দেশ্যেই শান্তিপুর মা মনসা জীবন্ত মডেল গ্রুপ বিগত তিন বছর যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তিপুর হাসপাতাল রোডের পার্শ্বস্ত জোড়াকালী বটতলায় তাদের এই আয়োজন এ বছরের জন্য শুরু করে আজ বছরের প্রথম দিন।
প্লাস্টিক নয়, কাগজের গ্লাসে মাটির কলসির ঠান্ডা পানীয় জল লাড্ডু সহ তারা তুলে দিচ্ছেন পথচারী থেকে হাসপাতালের রোগীর পরিবার, হকার সহ বিভিন্ন শ্রমিক এবং ভিক্ষুকদের হাতে।
তবে আজ শুধু নয় চলবে এক মাস যাবত। তবে প্রথম দিন উপলক্ষে লাড্ডু থাকলেও এর পরবর্তী দিনে, মাটির কলসিতে সুরক্ষিত অবস্থায় জল এবং একটি ঢাকনা যুক্ত পাত্রে থাকবে বাতাসা টেবিলের উপরে থাকছে কাগজের গ্লাস, তবে সে ক্ষেত্রে নিজেদেরকেই নিয়ে নিতে হবে। যদিও কাজের ফাঁকে প্রত্যেক সদস্যই একবার করে তা দেখভাল করে যাবে এমনটাই জানালেন আমাদের।
বিগত দিনের অভিজ্ঞতায় তারা জানান প্রতিদিন ৩ কেজি বাতাসা এবং ৬০ লিটার জল লাগে, এই খরচ তাদের গ্রুপের সকল সদস্যরাই বহন করেন। নতুন বছর উপলক্ষে সংগঠনের প্রত্যেক সদস্যকে একটি করে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।