সোশ্যাল বার্তা: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের মুস্তাফাপুরে শুরু ৬৭ বাসন্তী পূজা ও মেলা। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফিতে কেটে মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন আনন্দ মহারাজ ও সমাজসেবী উত্তম বারিক প্রমুখ। ১৮ থেকে ২৩ শে এপ্রিল পর্যন্ত ৬ দিন ধরে চলবে এই মেলা। মেলার এবছের বাজেট রয়েছে প্রায় ১০ লক্ষ টাকার অধিক। মেলার ৬ দিন থাকছে রক্তদান শিবির, নরনায়ন সেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচি ।
শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় পাশ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও প্রচুর মানুষের সমাগম ঘটে মেলায়। প্রতি বছরের মত এবছরও মেলায় থাকছে চনন্দ নগরের আলো, নাগর দোলা, কৃত্রিম ক্ষুদিরাম পার্ক, জীবন্ত স্টেচু। এছাড়া ও মেলায় থাকছে প্রচুর দেশি ও বিদেশি স্টল। মেলা থাকবে আর খাওয়া দাওয়া থাকবে না? তাই ভোজন রসিক বাঙালীর কথা মাথায় রেখেই এবারের মেলায় থাকছে বহু আকর্ষিণীয় খাবারের দোকান। চাইনিজ থেকে মোগলাই, বাদাম থেকে শুরু করে জিলাপি।
মেলা উদ্যোক্তারা জানান কোভিদ বিধি মেনেই হচ্ছে তাদের মেলা কিন্তু অনেকের মুখেই দেখা যায় মাস্ক নেই। দুরত্ব বিধিও উঠেছে ছিকেয়।