সোশ্যাল বার্তা, তমলুক : শ্রী শ্রী মহাপ্রভুর নাম সংকৃর্ত্তীণ উৎসব মাতললেন ভক্তরা ৷ ১৪৮৬ সালে ১৮ই ফেব্রুয়ারি আজকের দিনে লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী, ধর্মগুরু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিল। “মহাপ্রভুর আবির্ভাব দিবস” উপলক্ষে “মহাপ্রভুর নাম সংকৃর্ত্তীণ উৎসব” আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত চকচাদপোতা গ্রামে আমরা সবাই উৎসব কমিটি। তাদের এই অনুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পন করল। এই উৎসবের শুভ সূচনা করেন নবদ্বীপ দেবানন্দ গৌড়ীয় মঠের শ্রী ভক্ত বেদান্ত বিরোত্তো মহারাজা। তাদের এই অনুষ্ঠান চার দিন ধরে চলবে। প্রায় ছয় শতাধিক ভক্ত, খোল,করতাল, খঞ্জনি সহযোগে গ্রাম পরিক্রমায় বের হয়।৷ হরেকৃষ্ণ নামগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রতিদিন ভগবদ্গীতা পাঠ ও কৃর্ত্তীণ গান সেই সাথে প্রশাদ খাওয়ার আয়োজন করা হয়েছে। এই উৎসবে খুশি এলাকাবাসী।
