মর্মান্তিক ঘটনা নদীয়ায় ! যন্ত্রচালিত তাঁত মেশিনে মাফলার জড়িয়ে মৃত্যু শ্রমিকের

Social

মলয় দে, নদীয়া:- নদীয়ার রানাঘাটের একনম্বর ব্লকের তারাপুর গ্রামের মৃত দিলীপ মন্ডল এর ৩৫ বছর বয়স্ক সুজিত মন্ডল আজ সকালে যন্ত্রচালিত তাঁতে মাফলার জড়িয়ে মৃত্যু হয়। সুজিত বাবু বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পুমলিয়ায়, শশুর বিনয় বিশ্বাসের বাড়িতে থাকতেন এক পুত্র, এক কন্যাসহ স্ত্রী কে নিয়ে। কর্মসূত্রে প্রতিদিন সকালে যেতেন লেবুতলা পাড়ার সৌরভ সাহা র তাঁত কারখানায়। বিগত ছয় মাস ধরে আরো বিভিন্ন মেশিনে অন্যান্য শ্রমিকদের কাজ করার মতন আজও তিনি কাজ শুরু করেন সকাল আট টায়। পাশের মেশিনে কর্মরত অন্যান্য শ্রমিকরা খেয়াল করেন হঠাৎ মেশিন থেমে গেছে এবং সুজিত বাবুর মাফলার সহ মস্তক প্রায় মেশিনের মধ্যে। শ্বাসরোধ হওয়ার ফলে বা মেশিনের সাথে আঘাতের ফলেই হোক নাক মুখ দিয়ে রক্ত লক্ষ্য করে। তখন আপ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply