নদিয়ায় সামাজিক সংগঠনের উদ্যোগে আকর্ষণীয় ক্লাব ব্যান্ড প্রতিযোগিতা

Social

মলয় দে নদীয়া:- ৪৬ বছরের পুরাতন শান্তিপুরের অন্যতম সামাজিক সংস্থা শান্তিপুর পূর্ণিমা মিলনী। বিভিন্ন সামাজিক দায়িত্ব পূরণের পাশাপাশি বাংলার বিভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতির ধারাবাহিকতা ফুটে ওঠে তাদের বিভিন্ন ধরনের আয়োজন এর মাধ্যমে। জেলবন্দি কয়েদিদের অভিনয়, সেনাবাহিনীদের ব্লাড ব্যাংকে রক্তের যোগান দেওয়া, ভাষা দিবস পালন, আঞ্চলিক এবং জাতিগত সংস্কৃতি ও কৃষ্টির উপস্থাপনা, মৃৎশিল্পীদের কাজের সুলুক সন্ধান, আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবের মতো অভিনব বিষয়ে শান্তিপুরবাসী দেখার অপেক্ষায় প্রতীক্ষায় থাকে তাদের উপর। তিন বছর আগে, এইরকমই এক অভিনব বিষয় উপস্থাপিত করেন তারা, আকর্ষণীয় ক্লাব ব্যান্ড প্রতিযোগীতা। যা সচরাচর খুব একটা দেখে অভ্যস্ত নন সাধারন মানুষ। সংগঠনের প্রতিষ্ঠাতা রূপায়ণ চৌধুরী ।

 

এ বিষয়ে জানান, যারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ দিয়ে থাকেন তাদের সম্মানিত করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য। এবারে ও জেলা এবং জেলার বাইরের বাছাই করা সেরা ৮ টি ক্লাব ব্যান্ডের মধ্যে প্রতিযোগিতা চলে।ড্রিল ও মার্চ, সুর তাল লয়, এবং উপস্থাপনার উপর বিচার করে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। যার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতা পুলিশের পুলিশ ব্যান্ডের দায়িত্বে থাকা বিভিন্ন কর্মকর্তাগণ। প্রথম পুরস্কার হিসেবে নিতে আড়াই হাজার টাকা এবং ট্রফি, দ্বিতীয় পুরস্কার হিসেবে নিতে ২০০০ টাকা এবং ট্রফি, তৃতীয় পুরস্কার হিসেবে দেড় হাজার টাকা এবং ট্রফি। শান্তিপুর পাবলিক লাইব্রেরী মাঠে এই অনুষ্ঠান দেখতে সন্ধ্যা থেকে উৎসাহী মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতন।

Leave a Reply