দেবু সিংহ ,মালদা: সারা দেশ জুড়ে চলছে লক ডাউন । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলি । অসহায় গরিবদের পাশে রবিবার দাঁড়াল মালদা জেলা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি।
এদিন তারা ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মানিকপুরে ত্রাণ বিলি করেন। প্রায় ১৫০ জনের হাতে শুকনো খাবারের প্যাকেট বিলি করেন। প্যাকেটে ছিল চিরে, ছাতু, দুধ, সাবান-সহ অন্যান্য সামগ্রী।
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিলি করা হয়। এবিটিএ-এর জেলা সম্পাদক অরুণকুমার ঘোষাল বলেন,‘এই ভয়াবহ পরিস্থিতিতে অহসায় গরিব মানুষদের দু:খটা ভাগ করে নিতে পাশে দাঁড়াতে চেয়েছি। আমাদের কর্মসূচি এখন চলবে।’