বগুলায় অতিরিক্ত ব্লক প্রাণী চিকিৎসালয়ের উদ্বোধনে বিধায়ক

Social

মলয় দে, নদীয়া:-নদীয়া জেলা পরিষদ সদস্য কল্যাণ কুমার ঢালীর তৎপরতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় আরআইডিএফ এর অর্থানুকুল্যে শ্রীকৃষ্ণ সেবাশ্রম সংঘের দান করা জমিতে জেলা পরিষদের তত্ত্বাবধানে গড়ে উঠেছে অতিরিক্ত ব্লক প্রাণী চিকিৎসা কেন্দ্র। বর্তমান করনা আবহে প্রায় প্রতিটি পরিবারে স্বচ্ছলতা হারিয়েছে অর্থনৈতিক দিক থেকে। গ্রামের অনেকেই বিশেষত মহিলারা বিভিন্ন গবাদি পশু পাখি পালন করে থাকেন। এতে একদিকে যেমন নিজের পরিবারের খাদ্যের যোগান নিয়মিত থাকে? অন্যদিকে উৎপাদিত অতিরিক্ত ডিম, দুধ, বিক্রি করে সংসার সচল রাখার জন্য পরিবার প্রধানের সহযোগিতা করা সম্ভব হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা সংক্রান্ত একটা সমস্যা থেকেই থাকে! বিশেষত শহরের কিছু পশু-প্রাণী চিকিৎসক ডাক্তারবাবুরাও গ্রামে আসতে চান না। সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রও অনেক দূরে! এ কথা ভেবেই বিভিন্ন পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধানের সাথে শলাপরামর্শ প্রাণী চিকিৎসালয় খোলার জন্য আবেদন করেছিলেন বিধায়ক সমীর কুমার পোদ্দার।

মঙ্গলবার এই ভবনটি উদ্বোধনের পর অনেকটাই উপকৃত হবেন বগুলা এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার বিভিন্ন গ্রামের গবাদিপশু প্রতিপালকরা। স্থানীয় বিডিও অফিস থেকে প্রাপ্ত বিভিন্ন পশু পাখির বাচ্চা সংগ্রহ করতে এতদিন পিছপা হতেন তারা এবার সে সমস্যার সমাধান হলো।

Leave a Reply