বাবু হক, হাওড়া: চতুর্থ বার্ষিকী উদযাপনে নক্ষত্রের সমাবেশ। হাওড়া জেলার উলুবেড়িয়া থানার বীরশিবপুর লোকশিল্প সংগ্রহশালা (folk art museum) ফোক আর্ট মিউজিয়াম এর চতুর্থ বার্ষিকী উদযাপন অনুষ্ঠান ২ শরা এপ্রিল রবিবার বৈকালিক এক স্মরণীয় করে রাখতে মিশর রেকের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা গ্রামীণ সংগ্রহ শালার প্রয়োজনীয়তা, কলকাতা বিশ্ব বিদ্যালয়ের কিউরেটর আশুতোষ মিউজিয়াম এর ডঃ দীপক বড়পণ্ডা উদ্বোধন ও আলোচনা করেন ।
গ্রামীণ পুঁথি পত্রিকা সম্মাননা , দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে চলছে বলে জানা গেছে, প্রদান করা হয় আদিবাসী সংস্কৃতি গবেষক ডঃ জলধর কর্মকার কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে প্রতিষ্ঠাতা আহ্বায়ক তপন কুমার সেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হল বলে জানান চিত্র মিশ্র, সেখ সামিনুর রহমান। প্রায় শতাধিক দীকপাল মহিলা ও পুরুষ মিলিয়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে নানান ধরনের গুনিজন তথ্য সমৃদ্ধ আলোচনা করেন ।