সোশ্যাল বার্তা : হলদিয়া পোর্ট এবং হলদিয়া রেফাইনারির যৌথ উদ্যোগে এই প্রথম বার বার্জ এ করে ইন্দো বাংলা প্রটোকল রুট ধরে আইওসিএল এর ন্যাপথা পৌঁছবে বাংলাদেশ। জাহাজ মন্ত্রী সর্বানন্দ সানওয়াল কিছু মাস পূর্বেই উদ্বোধন করেছিলেন ইন্দো বাংলা প্রটোকল রুট এর,রবিবার সেই পথ ধরেই প্রথম বার বার্জ এ করে ন্যপথা পৌঁছবে বাংলাদেশ এ।
হলদিয়া ডক এর ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা বলেন ন্যাপ্থা অতিদাহ্য পদার্থ,এটিকে সড়ক পথ পথে যে সময়ে নিয়ে যাওয়া যায় জলপথে তার অনেক কম সময়ে নিয়ে যাওয়া যাবে বাংলাদেশ এ মাত্র ৭ দিনে,বার্জ এ করে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো বাংলাদেশ এর যে অঞ্চলে নাপথা পৌঁছবে সেখানে বড়ো জাহাজ ঢুকতে না পারলে পোর্ট থেকে সড়ক পথে তারপরে আবার জলপথে ঘুরে পৌঁছত,বার্জ এ সরাসরি সেই অঞ্চল এই নাপ্থা পৌঁছে যাবে এবার থেকে।খরচ ও কম হবে এবং ভারত বাংলাদেশ মৈত্রী ও সুদৃর হবে।