মলয় দে, নদীয়া :- গতকাল সকাল থেকেই মহা ধুমধাম এর সঙ্গে নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে পালিত হলো উল্টো রথযাত্রা । দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক দর্শনার্থী ভিড় জমিয়েছিলেন ইসকন মন্দির চত্বরে । ইসকন মন্দির থেকে সুসজ্জিত জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথ বের হয় রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে । সকাল থেকে চলছে ইসকন মন্দিরে তারই প্রস্তুতি । এই রথকে কেন্দ্র করে যাতে কোন অশান্তির ঘটনা না ঘটে তার জন্য নদীয়া ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছিল কড়া পুলিশি পাহারা।