মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর শহরের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বাথনা কদমপুর পূর্ব পাড়াএলাকায় উত্তম প্রামানিকের বাড়িতে , আজ সকালে একটি নিচু জবা ফুলগাছের ডালে একটি প্যাঁচার বাচ্চা লক্ষ্য করেন তিনি। এরপর রোদ বাড়ার সাথে সাথে, ডাল থেকে নিচে পড়ে যায় সে। উত্তম বাবু এবং অন্যান্য পশুপাখির থেকে রক্ষা করে বাড়ির বারান্দায় জল এবং সামান্য কিছু খাদ্য খাবার দিয়ে ঢেকে রাখে। এরপর বনদপ্তরে ফোন করলে, বিকালে বনদপ্তর এর এক সহায়ক পেঁচা শাবকটি কে উদ্ধার করে নিয়ে যায়। আগত বনদপ্তর এর সহায়ক বিশ্বজিৎ দাস জানান , আপাতত কোন অসুস্থতার লক্ষ্য করা যাচ্ছে না ওই শাবক টিকে থেকে দেখে।
বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে তাকে সেবা সুশ্রূষা করে তার উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেয়া হবে তাকে।
এ বিষয় উত্তম বাবু বলেন, এ পৃথিবীতে সকলের বাঁচার অধিকার আছে। এবং সে বিষয়ে যখন সরকারি দপ্তর আছে তখন তাদের সহযোগিতা নিয়ে একটি প্রাণ বাঁচানো সাধারণ মানুষের কর্তব্যের মধ্যে পড়ে। তাই বনদপ্তরের হাতে তুলে দেওয়া।