মলয় দে নদীয়া:- রানাঘাটে কামার পাড়া এলাকায় একটি রাস্তার নামকরণ হয়েছিল স্বামী বিবেকানন্দ সরণি অথচ সেখানে কোন মূর্তি ছিলো না। রাকেশ আলীর সহযোগিতায় স্বামী বিবেকান্দের জন্মোৎসব কমিটির পক্ষ থেকে রবিবার স্বামী বিবেকানন্দের পূর্নাবয়ব মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছিল।
উপস্থিত ছিলেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ কর, নদীয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি দীপক বসু, রানাঘাট পৌরসভার পৌরপিতা কোশল দেব বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন কাউন্সিলরগণ, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, রানাঘাট কুপার্স প্রজ্ঞাপিত এলাকার ভাইস চেয়ারম্যান দিলীপ দাস সহ বিভিন্ন ব্লকের জনপ্রতিনিধিগণ। এদিন ভারত সেবাশ্রমের মহারাজের হাত ধরে স্বামী বিবেকানন্দের পূর্ণ অবয়ব মূর্তি উন্মোচিত হয়।